রাজশাহী ওয়াসার সরবরাহকৃত পানির মান নিয়ে নগরবাসীর অভিযোগের শেষ নেই। এই পানি শুধু খাওয়ার জন্যই নয়, গৃহস্থালির ব্যবহারের জন্যও অনুপযুক্ত। তবে মূল্য না বাড়িয়ে তিন গুণ দাম বাড়াতে আরেক দফা দাম বাড়াতে শুরু করেছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একদল গবেষক রাজশাহী শহরের পানি নিয়ে গবেষণা করেন। নগরীর ৫টি পয়েন্টে পানি সংগ্রহের পর তারা তা পরীক্ষা করেন। গবেষণায় দেখা গেছে, রাজশাহী ওয়াসার পানি খারাপ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গবেষণায় জানা গেছে এতে উচ্চ মাত্রায় আয়রন রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সারোয়ার জাহান বলেন, রাজশাহী ওয়াসার পানি কোনোভাবেই খাওয়ার যোগ্য নয়। এতে উচ্চ মাত্রায় আয়রন এবং ক্ষার রয়েছে; দূষণও আছে। এর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে।
এদিকে রাজশাহী নগরীর রাবেতা সেহলিন নামের এক গৃহবধূ অভিযোগ করে বলেন, ওয়াসার সরবরাহকৃত পানিতে প্রায়ই আটকে থাকে, কালো ও দুর্গন্ধ।
নগরীর ছোটবগ্রাম এলাকার বাসিন্দা সুব্রত কুমার পাল বলেন, আমরা ওয়াসার পানির বিল পরিশোধ করি, তবুও খাওয়ার জন্য আলাদা পানি কিনতে হয়। ওয়াসার পানি ঠিকমতো পাওয়া যাচ্ছে না।
পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা রাজু বলেন, পানি বেশি সময় থাকে না। ওয়াসার পাইপ থেকে নোংরা পানি ও লোহা আসে।
সূত্র জানায়, পানির এমন জরাজীর্ণ অবস্থায় ওয়াসার ৭ম বোর্ড সভায় পানির দাম বাড়ানো নিয়ে আলোচনা হয়। আগামী বোর্ড সভায় বিষয়টি উপস্থাপনের জন্য আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন কথা বলতে রাজি হননি। তবে বোর্ড সভা থেকে ব্যয়ের কারণ হিসেবে মন্ত্রণালয়ের নির্দেশনাকেই দেখান তিনি।
তবে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, জনমত ছাড়াই দাম বাড়ানোর আলোচনা আকস্মিক সিদ্ধান্ত।
এর আগে গত বছর তিনবার পানির দাম বাড়িয়েছিল রাজশাহী ওয়াসা। ওই বছরের ৭ ফেব্রুয়ারি পানির দাম দুই টাকা দুই পয়সা থেকে এক লাফে তিন গুণ বেড়ে যায়। বর্তমানে এক হাজার লিটার পানির দাম আবাসিক পর্যায়ের গ্রাহকদের দিতে হচ্ছে ৫০ টাকা ৫০ পয়সা এবং বাণিজ্যিক পর্যায়ে ব্যবহারকারীদের দিতে হচ্ছে ৫০ টাকা। এর আগে 20শে পানির দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি আবাসিক সংযোগে এক হাজার লিটার পানির দাম ছিল ২৫ পয়সায় ২ টাকা এবং বাণিজ্যিক পর্যায়ে ৫ টাকা ৫ পয়সা। গত ২৫ বছর ধরে রাজশাহী শহরে পানি সরবরাহ করছে ওয়াসা।
0 coment rios: