সাতক্ষীরার শ্যামনগরে আকস্মিক টর্নেডোর আঘাতে উপজেলার রমজাননগর ও কাইখালী ইউনিয়নের ৫টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে টর্নেডোতে ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় স্থানীয় নদীতে মাছ ধরতে গিয়ে মো. কুদ্দুস গাজী (৪০) নামে এক জেলে নিখোঁজ হন। সে পূর্ব কাইখালী গ্রামের রমজান গাজীর ছেলে।
বাংলাদেশ নৌবাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলারের মরদেহ উদ্ধারে সহায়তা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ৯টার দিকে টর্নেডোতে নিখোঁজ কুদ্দুসের লাশ ভারতের স্থলভাগে দেখতে পাওয়ার পর বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএসএফের পক্ষ থেকে একটি ছবিও পাঠিয়েছেন তারা। বিজিবি ও বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে লাশ হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


0 coment rios: