বাঘের মুখ থেকে প্রাণ কেড়ে নিয়ে জীবিত ফিরে এসেছেন এক জেলে। ছোট ভাই লিয়াকত হোসেনের সাহসিকতায় বেঁচে ফিরেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত জব্বার আলী গাজীর ছেলে আব্দুল ওয়াজেদ (৪৫)।
বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে তাকে নিয়ে এলাকায় ফেরেন লিয়াকত হোসেন। এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কচিকাটার দরগাংয়ে কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন আব্দুল ওয়াজেদ।
আব্দুল ওয়াজেদের ছোট ভাই লিয়াকত হোসেন জানান, তিনি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কচিকাটার দরগাংয়ে কাঁকড়া শিকার করছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে হঠাৎ একটি বাঘ তার ভাইকে আক্রমণ করে। সেই সাথে নৌকায় গারন লাঠি দিয়ে বিকট শব্দ করলেন এবং একই সাথে চোখ দিয়ে বাঘের মুখোমুখি হওয়ার চেষ্টা করলেন। একপর্যায়ে বাঘ ভাইকে ছেড়ে চলে যায়। পরে তিনি তার ভাইকে উদ্ধার করে এলাকায় চলে যান।
তিনি জানান, তার ভাইয়ের পিঠ, ঘাড় ও মাথার সামান্য অংশ আক্রান্ত হয়েছে। তিনি এখন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় এক জেলেকে বাঘ আক্রমণ করেছে। তবে তার নামে পাস পারমিট ছিল না।


0 coment rios: