বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

মুরগি ছুটছেই, পেঁয়াজে ভীষণ ঝাঁজ - স্বপ্ন বার্তা


মুরগি ছুটছেই, পেঁয়াজে ভীষণ ঝাঁজ - স্বপ্ন বার্তা

 

ঢাকা: বাজারে বেড়েছে মুরগি ও পেঁয়াজের দাম। কমেছে ডিম ও কাঁচা মরিচের দাম।


শুক্রবার (৩ মার্চ) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর মার্কেটে গিয়ে এ চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২২০ থেকে ২৩০ টাকায়।

গোল্ডেন চিকেন প্রতি কেজি 350 থেকে 360 টাকা, যা গত সপ্তাহে 310-320 টাকা ছিল। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ২৮০-২৯০ টাকা।


11 বাজারের মুরগি বিক্রেতা। রুবেল বলেন, মুরগির দাম আবারও বেড়েছে। ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেশি। শবে বরাতকে সামনে রেখে বেড়েছে মুরগির দাম।


বাজারে গরুর মাংস আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫০ টাকায়। দুই সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৬৫০ থেকে ৭০০ টাকায়। প্রতি কেজি ছাগলের মাংস বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১১০০ টাকায়। আগে বিক্রি হতো 900 থেকে 1000 টাকায়।


এদিকে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম কিছুটা কমেছে। এক ডজন বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকায়। এক ডজন হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২২০ টাকায়। দেশি মুরগির এক ডজন ডিমের দাম ১৯০ টাকা।


ডিম বিক্রেতা। আশিক জানান, খামারের মুরগির ডিমের দাম কিছুটা কমেছে। এক ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। আশেপাশের দোকানে ডজন বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। অন্যান্য ডিম একই দামে।


সবজির বাজার ঘুরে দেখা যায়, আকার ভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। শসা ৫০-৬০, বেগুন ৬০-৮০, টমেটো ৩০-৪০, শিম ৫০-৬০ ও করলা ৮০-৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। চাল কুমড়া বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, লাউ ৬০ থেকে ৭০ টাকায়। মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৮০ টাকা, ধুন্দুল ১০০ টাকা, কচুর লতি ৬০-৭০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, বরবটি ১০০ টাকা ও ধুন্দুল ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। 60।


মরিচের দাম কমেছে। বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ছিল ১৯০ থেকে ২০০ টাকা।


১১ নম্বর বাজারের সবজি বিক্রেতা আল-আমিন জানান, দুটি সবজির দাম বেড়েছে। অন্যান্য সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে। তবে কাঁচা মরিচের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমেছে।


বর্তমানে কাঁচা কলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। লেবুর রস বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়।


পেঁয়াজের দাম বেড়েছে। বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এক কেজি বড় রসুন ১৪০ টাকা। ছোট রসুন বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। এক কেজি আদা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়।


বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। খোলা চিনি 115 টাকা থেকে 120 টাকা কেজি।


খোলা আটার কেজি ৬০ টাকা। আটার প্যাকেটের দাম 65 টাকা, যা আগে প্রতি কেজি ছিল 70 টাকা। দুই কেজি আটার প্যাকেট বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।


এক কেজি দেশি মসুর বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ভারতীয় মসুর প্রতি কেজি ১২৫-১২৫ টাকা। বাজারে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৭ টাকায়। প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: