শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

চ্যাম্পিয়নস ট্রফিতে হাইব্রিড মডেল মানতে ‘প্রস্তুত নয়’ পাকিস্তান

দেশের মাটিতে ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজনের জন্য বেশ জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আদৌ এককভাবে তারা চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পারবে কি না তারা, তা নিয়ে রয়েছে শঙ্কা।

কারণটা অবশ্য অজানা নয়। তবে ভারত দাবি করলে হাইব্রিড মডেল মেনে নিতে প্রস্তুত নয় পাকিস্তান। এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

রাজনৈতিক বৈরিতার কারণে গত ১৬ বছর ধরে পাকিস্তান সফর করেনি ভারতীয় ক্রিকেট দল। শুধু তা-ই নয়, ২০১৩ সালের পর থেকে নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই সময়ে লড়াই হয়েছে কেবল আইসিসি টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপে।

গত এশিয়া কাপ শুধুমাত্র পাকিস্তানে অনুষ্ঠিত কথা থাকলেও তা হয়নি ভারতের কারণে। নিরাপত্তার শঙ্কা দেখিয়ে পাকিস্তানের মাটিতে খেলতে যেতে চায়নি ভারত। তাই পাকিস্তানের পাশাপাশি এশিয়া কাপের ম্যাচ অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার মাটিতেও। সেই হাইব্রিড মডেলের পুনরাবৃত্তি এবার শোনা যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে।

আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শনকালে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘গত দুই মাস ধরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে যে, পাকিস্তান সফর করবে না ভারত। এনিয়ে আমি আমার দলের সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের অবস্থান পরিষ্কার: তাদের (ভারত) কোনো আপত্তি থাকলে সেটা লিখিত আকারে দিতে হবে। 

‘এখন পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা হয়নি এবং আমরা সেটি মানতে প্রস্তুত নই। ভারতীয় সংবাদমাধ্যম এটি নিয়ে খবর প্রকাশ করছে। তবে আনুষ্ঠানিকভাবে পিসিবির কাছে কোনো বার্তা পৌঁছায়নি। ’


নাকভি মনে করেন, অতীতে ভারতের প্রতি ‘দারুণ উদারতা’ দেখিয়েছে পাকিস্তান। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলেও পাকিস্তান ঠিকই ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছে। তাই খেলাধুলায় রাজনীতিকে না জড়ানোর আহ্বান জানান তিনি।

পিসিবি চেয়ারম্যান বলেন, ‘যদি ভারতের কাছ থেকে চিঠি পাই, তাহলে সেটা নিয়ে সরকারের কাছে যেতে হবে আমাকে এবং তাদের সিদ্ধান্ত মানতে হবে। পাকিস্তান অতীতে অসাধারণ উদারতা দেখিয়েছে ভারতকে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তারা যেন বরাবরের মতো আমাদের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণের প্রত্যাশা না করে। ’

‘যদি তারা আসতে অস্বীকৃতি জানায়, তাহলে ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট খেলতে পাকিস্তান ভারতে যাবে কি না, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। পিসিবি কোনো সিদ্ধান্ত নেবে না। ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখা উচিত। কোনো খেলাকেই রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। কোনো দেশের সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু খেলাধুলায় রাজনীতিকে জড়ানো উচিত। ’

এদিকে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। সবশেষ ২০১৭ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: