অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ভারতীয় ধর্মীয় সংগঠন কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট এবং গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচ ব্যাহত করার হুমকি দিয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে বাংলাদেশ দলের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ।
আজ বিসিবিতে ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ফারুক আহমেদ। তিনি বলেন, 'আমি জয় শাহের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের সব ধরনের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।'
0 coment rios: