বান্দরবানে ব্যাংক ডাকাতি ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুটপাটের ঘটনায় পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে নুরুল হক রিমান্ড মঞ্জুর করেন। পাঁচজনের রিমান্ড মঞ্জুরের পাশাপাশি দুই নারীকে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দেন কারাফট।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিং জানান, রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত ব্যাংক ডাকাতি ও অস্ত্র মামলায় পাঁচজন আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কারাফট ওই দুই নারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। পাঁচজন পুরুষ অভিযুক্ত হলেন ভান্নুম নুয়াম বুম (23), এসেলং বুম (19), ভান্নুম থাং বুম (37), ভান লাল থাং বুম (45) এবং লাল লিয়া সিয়াং বুম (57)। এছাড়াও আদালত দুই মহিলা অভিযুক্ত জেমিনি বম (20) এবং লালরিন টোওয়ান বম (20) কে কারাফ্টকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
২ ও ৩ এপ্রিল, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বন্দুকধারীরা রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি করে। রুমায় ভল্ট ভেঙ্গে টাকা নিতে না পারায় তারা ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে এবং পাহারা দেওয়া পুলিশ-আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করে। ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। অভিযানে এ পর্যন্ত ৭১ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে 62 জনকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আজ পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে, আদালতের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
0 coment rios: