চলতি বছরের প্রথম ছয় মাস আগে ডেঙ্গু জ্বরে ৪৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৫৪ জন। ডেঙ্গুর এমন ভয়াবহ রূপ দেশে আর কোনো বছরের প্রথম ছয় মাসে দেখা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এর মধ্যে ২০১৯ সালে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ওই বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজন মারা যান। আর গত বছর (২০২২) দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত বছরও প্রথম ছয় মাসে একজনের মৃত্যু হয়েছিল।
এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অন্য সব বছরকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। আর আক্রান্তের সংখ্যা বাড়লে মৃতের সংখ্যাও বাড়তে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহামারীতে যেভাবে ব্যবস্থা নেওয়া হয় সেভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
0 coment rios: