মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

সব ধরনের সারের দাম বাড়লো কেজিতে ৫ টাকা - স্বপ্ন বার্তা

সব ধরনের সারের দাম বাড়লো কেজিতে ৫ টাকা - স্বপ্ন বার্তা

 ঢাকা: আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় কৃষক ও ডিলার পর্যায়ে রাসায়নিক সারের দাম কেজিতে পাঁচ টাকা বাড়ানো হয়েছে।


আদেশে বলা হয়েছে, সোমবার (১০ এপ্রিল) থেকে এ দাম কার্যকর হয়েছে।


ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা করে বাড়ানোর আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়।


আদেশে বলা হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বৃদ্ধির কারণে যৌক্তিক পর্যায়ে সারের আমদানি বজায় রাখতে এবং সর্বোত্তম উৎপাদন নিশ্চিত করতে সারের বিক্রয় মূল্য সংশোধন করা হয়েছে। ব্যবহার


এর আগে সারের দাম পুনঃনির্ধারণের সিদ্ধান্তের কথা কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জানায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।


দাম বৃদ্ধির ফলে এখন প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি 22 টাকা থেকে 27 টাকা, ডিএপি 16 টাকা থেকে 21 টাকা, এমওপি সারের দাম 15 টাকা থেকে 20 টাকা হয়েছে।


অন্যদিকে ডিলার পর্যায়ে ইউরিয়া ও টিএসপির দাম কেজিতে ৫ টাকা বেড়ে ২৫ টাকা, ডিএপি ১৯ টাকা এবং এমওপির দাম বেড়েছে ১৮ টাকা। যা আগে ইউরিয়া এবং টিএসপি ছিল 20 টাকা, ডিএপি 14 টাকা এবং এমওপি 13 টাকা।


এদিকে গত ৩ এপ্রিল কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত চার বছরেও সারের দাম বাড়াননি। অর্থ মন্ত্রণালয় বারবার সারের দাম বাড়ানোর জন্য চাপ দিচ্ছে, আমরা টাকা আদায় করতে পারছি না, টাকা দিতে পারছি না। প্রধানমন্ত্রী অনড়, তিনি সারের দাম বাড়াবেন না। আমিও আপনাদের বলতে চাই, আশা করি আপনারা (সাংবাদিকরা) তা জাতির সামনে তুলে ধরবেন। এ বছরও সারের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের নেই।


সারের দাম বাড়ানো হবে না বলেও জানান কৃষিমন্ত্রী।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: