সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

১৬ বছরের আর্জেন্টাইনকে নিয়ে রিয়াল-বার্সার টানাটানি - স্বপ্ন বার্তা

১৬ বছরের আর্জেন্টাইনকে নিয়ে রিয়াল-বার্সার টানাটানি

১৬ বছর বয়সী জিয়ানলুকা প্রেস্টিয়াননিকে নিয়ে রীতিমতো টানাটানি লেগে গেছে। রিয়াল মাদ্রিদের পাশাপাশি বার্সেলোনাও তাকে নিতে চাইছে। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্ম নেওয়া এই উইঙ্গার বর্তমানে দেশটির অনূর্ধ্ব-১৭ দলে খেলছেন। সেখানে বল পায়ে ঝলক দেখিয়েই স্পেনের বড় দুই ক্লাবের নজরে আসেন। 

গত বছর ক্লাব ক্যারিয়ারও শুরু হয়েছে তার। আর্জেন্টিনার ক্লাব অ্যাতলেটিকোর আক্রমণভাগে খেলছেন জিয়ানলুকা। সম্প্রতি রিয়াল ব্রাজিলিয়ান ট্রান্সফার মার্কেটে বেশি নজরদারি রাখছে। এবার তাদের চোখ আর্জেন্টিনার দলবদলের বাজারেও। 

বিশেষ করে কাতার বিশ্বকাপে এনজো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজ দারুণ নৈপুণ্য দেখানোর পরই অনেকের দৃষ্টি আকাশি-সাদাদের তরুণ খেলোয়াড়দের ওপর। বসে নেই বার্সাও। তারাও চাইছে জিয়ানলুকাকে নিজেদের ডেরায় আনতে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কোন ক্লাব জিয়ানলুকাকে চুক্তির টেবিলে বসাতে পারে।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 টি মন্তব্য: