এ সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। টিভি, ওটিটিসহ বিভিন্ন চ্যানেলে তার নাটক নিয়মিত প্রচার হচ্ছে। এরই মধ্যে তিনি চলচ্চিত্রের কাজেও যুক্ত রয়েছেন। নাম 'টানেল'। পরিচালনা করবেন রায়হান রাফি। অভিনেত্রী তমা মির্জা। শিগগিরই এই ছবির শুটিং শুরু হবে।
তবে বর্তমানে ওটিটি কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেতা। কিছুদিন 'পুনর্জন্ম-থ্রি' নামের একটি নাটকে অভিনয় করেন। নাটকটি প্রচারের পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। একই নাটকের সর্বশেষ সিক্যুয়েলেও কাজ করবেন তিনি। আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যে এটি নির্মিত হচ্ছে।
অন্যদিকে 'কায়সার' নামের আরেকটি ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। কিছুদিন আগে প্রচারিত 'সিন্ডিকেট' নামের একটি ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তিতেও কাজ করছেন নিশো। এ ছাড়া বর্তমানে এই অভিনেতার হাতে বেশ কয়েকটি ওয়েব ফিল্ম ও সিরিজ রয়েছে।
এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, আমি সবসময় চেষ্টা করি দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার। একটা চরিত্রের সঙ্গে যেন অন্য চরিত্রের মিল না হয় সেটা মাথায় রেখেই কাজ করার চেষ্টা করি। আমার বিশ্বাস যে কাজগুলো দর্শকের কাছে ভালো লাগবে। এখন হাতে কয়েক স্ক্রিপ্ট আছে. আমি তাদের নিয়ে ব্যস্ত। শিগগিরই শুটিং শুরু করব।
এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আরও কয়েকটি নতুন নাটকের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।
0 coment rios: