কত সহজেই আমরা বলে ফেলি
আমরা সবাই মানুষ।
সত্যি কি আমরা সকলে মানুষ?
মানুষ শব্দটি সুন্দর,
মানুষ দেখতে ও খুব সুন্দর আর শ্রেষ্ঠ।
যাদের দু্টি হাত, দু্টি পা , সুন্দর দু'টি
চোখ, নাক, কান জিহ্বা ও কালো কিংবা সাদা ত্বক দ্বারা আবৃত আর রক্ত মাংসের শরীর , ধনী কিংবা দরিদ্র এই কি মানুষ?
আসলে মানুষ বলতে আমি বুঝি।
মানবতার একটি নিবেদিত প্রাণকে।
যে শুধু নিজের জন্য ভাবেনা।
ভাবনায় তার, দেশ, মাটি সাধারণ নিরীহ মানুষের জন্য ও ভেবে ভেবে দিন পার করে,, কথায় না শুধু, চিন্তা চেতনায়।কর্মে, ধর্মে, বর্ণে যার কোন ভেদাভেদ নেই।
যে মানুষটি অসহায়দের দুর্দিনে পাশে গিয়ে দাঁড়ায়, অসুস্থ, রুগ্ন লেকের সেবা করেন।
অসহায় অনাথকে সাহায্য করেন।
অন্ধকে পথ দেখায়, ক্ষুধার্তকে অন্ন দান করে, বস্ত্রহীনকে একটি বস্ত্র দান করে।
আশ্রয়হীনকে দেয় মাথা গোজার ঠাঁই।
অশিক্ষা দূরীকরণ করে দেখায় আলোর পথ।
আমরা সৃষ্টির সেরা মানুষ জাতি তবেই
নাম করনে স্বার্থকতা।
মানবতার মানুষ হতে না পারলে
আমাদের মানুষ নামটি সত্যিই ভুল শব্দ।
আসুন মানবতার মানুষ হয়ে
জন্ম স্বার্থক করে যা-ই।
যেন মৃত্যুর পরে-ও কেউ স্মরণ করে।
একটি শুদ্ধ মানুষ নামের শব্দে।
шо

0 coment rios: