সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে কাদায় পড়ে তাহিনুর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভারুলিয়া ইউনিয়নের চৌলাঘাটায় যমুনা নদীর পাশে নিজ পুকুরে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। সে উপজেলার দেউলিয়া গ্রামের মৃত বাবর আলী গাজী (বাবু গাজী) এর ছেলে।
পরিবারের বরাত দিয়ে রবিউল ইসলাম জানান, সকালে মেশিন দিয়ে পুকুরের পানি তোলার পর তিনি একাই পুকুরে মাছ ধরতে যান। একপর্যায়ে সে কাদায় আটকে যায়। কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রাজ্জাক তাকে মৃত ঘোষণা করেন। পুকুরের কাদায় শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে লাশ দাফন করা হয়েছে।
0 coment rios: