কক্সবাজারের রামুতে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রোববার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ মিঠাছড়ি উপজেলার ৫নং ওয়ার্ডের পান রাম বলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবার নাম মোহাম্মদ আলম (৫০) এবং অভিযুক্ত ছেলের নাম শহিদুল্লাহ (৩২)।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, তার মাদকাসক্ত ছেলে শহিদুল্লাহ তার বাবার কাছে রাতে মাদক কেনার জন্য টাকা চায়। বাবা মোহাম্মদ আলম টাকা না দিলে ছেলে ঘরের মধ্যে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে ছেলে শহিদুল্লাহ শরীর ঢেকে রেখেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার জানান, নিহতের স্ত্রী (হত্যাকারী ছেলের মা) থানায় ফোন করে বিষয়টি আমাদের জানান। তবে তিনি আরও বলেন, তার ছেলে মাদকাসক্ত।
0 coment rios: