সর্বশেষ

শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

চ্যাম্পিয়নস ট্রফিতে হাইব্রিড মডেল মানতে ‘প্রস্তুত নয়’ পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফিতে হাইব্রিড মডেল মানতে ‘প্রস্তুত নয়’ পাকিস্তান

দেশের মাটিতে ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজনের জন্য বেশ জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আদৌ এককভাবে তারা চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পারবে কি না তারা, তা নিয়ে রয়েছে শঙ্কা।

কারণটা অবশ্য অজানা নয়। তবে ভারত দাবি করলে হাইব্রিড মডেল মেনে নিতে প্রস্তুত নয় পাকিস্তান। এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

রাজনৈতিক বৈরিতার কারণে গত ১৬ বছর ধরে পাকিস্তান সফর করেনি ভারতীয় ক্রিকেট দল। শুধু তা-ই নয়, ২০১৩ সালের পর থেকে নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই সময়ে লড়াই হয়েছে কেবল আইসিসি টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপে।

গত এশিয়া কাপ শুধুমাত্র পাকিস্তানে অনুষ্ঠিত কথা থাকলেও তা হয়নি ভারতের কারণে। নিরাপত্তার শঙ্কা দেখিয়ে পাকিস্তানের মাটিতে খেলতে যেতে চায়নি ভারত। তাই পাকিস্তানের পাশাপাশি এশিয়া কাপের ম্যাচ অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার মাটিতেও। সেই হাইব্রিড মডেলের পুনরাবৃত্তি এবার শোনা যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে।

আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শনকালে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘গত দুই মাস ধরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে যে, পাকিস্তান সফর করবে না ভারত। এনিয়ে আমি আমার দলের সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের অবস্থান পরিষ্কার: তাদের (ভারত) কোনো আপত্তি থাকলে সেটা লিখিত আকারে দিতে হবে। 

‘এখন পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা হয়নি এবং আমরা সেটি মানতে প্রস্তুত নই। ভারতীয় সংবাদমাধ্যম এটি নিয়ে খবর প্রকাশ করছে। তবে আনুষ্ঠানিকভাবে পিসিবির কাছে কোনো বার্তা পৌঁছায়নি। ’


নাকভি মনে করেন, অতীতে ভারতের প্রতি ‘দারুণ উদারতা’ দেখিয়েছে পাকিস্তান। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলেও পাকিস্তান ঠিকই ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছে। তাই খেলাধুলায় রাজনীতিকে না জড়ানোর আহ্বান জানান তিনি।

পিসিবি চেয়ারম্যান বলেন, ‘যদি ভারতের কাছ থেকে চিঠি পাই, তাহলে সেটা নিয়ে সরকারের কাছে যেতে হবে আমাকে এবং তাদের সিদ্ধান্ত মানতে হবে। পাকিস্তান অতীতে অসাধারণ উদারতা দেখিয়েছে ভারতকে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তারা যেন বরাবরের মতো আমাদের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণের প্রত্যাশা না করে। ’

‘যদি তারা আসতে অস্বীকৃতি জানায়, তাহলে ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট খেলতে পাকিস্তান ভারতে যাবে কি না, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। পিসিবি কোনো সিদ্ধান্ত নেবে না। ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখা উচিত। কোনো খেলাকেই রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। কোনো দেশের সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু খেলাধুলায় রাজনীতিকে জড়ানো উচিত। ’

এদিকে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। সবশেষ ২০১৭ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।

১৬ মাস পর মাঠে ফিরলেন এবাদত

১৬ মাস পর মাঠে ফিরলেন এবাদত


অপেক্ষাটা এবাদত হোসেনের জন্য ছিল দীর্ঘ। প্রায় ১৬ মাসে দুটি বিশ্বকাপ যেতে দেখেছেন, সতীর্থদের খেলতে দেখেছেন অনেক অনেক ম্যাচ।

কিন্তু এবাদতকে এ সময় চলতে হয়েছে ক্র্যাচে ভর করে বা অন্যের নির্ভরতায়।

লিগামেন্টের চোটে পড়ার পর তার অস্ত্রোপচার হয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে গত বছরের জুলাইয়ে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচ চলাকালীনই চোট পান ডানহাতি এই পেসার।

১৬ মাস পর শনিবার জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন এবাদত। কক্সবাজারের একাডেমি মাঠে খুলনার বিপক্ষে সিলেট বিভাগের হয়ে খেলছেন তিনি। এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে সিলেট। গতকাল নিজের মাঠে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন এবাদত।

তিনি লিখেছেন, ‘১৬ মাস পর ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার ক্রিকেটে যাত্রা শুরু করছি। আমি আমার পরিবার-বন্ধু এবং যারা আমাকে যাত্রায় সাহায্য করেছেন এবং আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে, বিসিবির ফিজিও/কোচ ও বিসিবি কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দোয়া করবেন সবাই। ’

বাংলাদেশের হয়ে ২০টি টেস্ট খেলে ৪২ উইকেট নিয়েছেন এবাদত। ১২ ওয়ানডেতে তার শিকার ২২ উইকেট। এছাড়া ৪ টি-টোয়েন্টিতে আছে ৭ উইকেট।

সিরিজে ফিরে স্বস্তি ফেরাতে পারবে তো বাংলাদেশ

সিরিজে ফিরে স্বস্তি ফেরাতে পারবে তো বাংলাদেশ


তিন ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচে হারের পর প্রশ্নটা এখন অবধারিত—শারজায় আজ দ্বিতীয় ওয়ানডে জিতে বাংলাদেশ কি পারবে সিরিজে সমতা ফেরাতে?
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি বাদ দিলে প্রতি সিরিজেই বাংলাদেশ দলের একই দশা। আফগানিস্তানের বিপক্ষে অতীত রেকর্ড আর প্রিয় ওয়ানডে সংস্করণ বলে শারজায় প্রথম ম্যাচে স্বস্তিতে ফেরার আশা ছিল। ফলাফল কী, তা তো সবারই জানা।

শারজায় আজ দ্বিতীয় ম্যাচে হারলেই সিরিজ শেষ বাংলাদেশের, জিতলে ফিরবে সমতায়। তখন ১১ নভেম্বরের শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বপ্নও দেখা যাবে; কিন্তু তার আগে আজ সিরিজে ফেরার কাজটাই যে কঠিন! একে তো ব্যাটসম্যানদের ব্যাটে বড় রান নেই, সঙ্গে প্রথম ম্যাচে পাওয়া চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম, দেশে ফিরে আসতে পারেন আজই। মিডল অর্ডারে তাই শূন্যতা থেকেই যাবে। অভিজ্ঞ মাহমুদউল্লাহ সেটি কতটুকু পূরণ করতে পারবেন, প্রথম ম্যাচে রশিদ খানের বলে তাঁর আউটের ধরনই জাগাচ্ছে সে সংশয়।

উইকেটকিপার–ব্যাটসম্যান মুশফিকের জায়গায় আজ খেলাতে হবে জাকের আলী কিংবা জাকির হাসানকে। দলে এ দুজনই উইকেটকিপার আছে এখন। মিডল অর্ডার ব্যাটসম্যান ও সাম্প্রতিক ফর্মে এগিয়ে থাকায় জাকের আলীরই হয়তো আজ খেলার সম্ভাবনা বেশি। সেটি হলে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়ে যাবে তাঁর।

বাংলাদেশ–আফগানিস্তানের একটি অতীত পরিসংখ্যানও এই মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে। ওয়ানডেতে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে ১৭ ম্যাচে ১১টিতে জিতলেও প্রথম ম্যাচ হেরে বাংলাদেশ কখনো সিরিজ জিততে পারেনি তাদের বিপক্ষে। ২০২৩ সালে চট্টগ্রামে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচেও হেরেছিল বাংলাদেশ। এবার অবশ্য দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলের শক্তি একদিক দিয়ে বাড়ছেও। ভিসা জটিলতায় প্রথম ওয়ানডের আগে দলে যোগ দিতে না পারা পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ দলে যোগ দিয়েছেন। ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার ওয়ানডে দলে এলেন নাসুম। আর ফাস্ট বোলার নাহিদ রানা তো এবারই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন।

আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ শুধু এই সিরিজের জন্য নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যই শারজার দ্বিতীয় ওয়ানডেতে আরাধ্য হয়ে উঠেছে জয়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে আসার পর গত দুই মাস ধরে নানা পরিবর্তন আর বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট।

 

টেস্ট ও টি–টোয়েন্টিতে ভুগছে বাংলাদেশ দল। আশা যা একটু ওয়ানডে নিয়ে। এই সিরিজের আগে খেলা সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজও বাংলাদেশই জিতেছিল। আফগানিস্তানের কাছে সিরিজ হার সেই স্বস্তিতে কাঁটা হয়ে বিঁধবে নিশ্চিত। সে রকম পরিস্থিতি এড়াতে আজ নাজমুল ও মেহেদী হাসান মিরাজদের নিতে হবে বাড়তি দায়িত্ব, যেটা তারা পারেননি সিরিজের প্রথম ওয়ানডেতে। সেই ম্যাচে ২৩ রানে শেষ ৮ উইকেট হারানোর ধসটা শুরু হয়েছিল অধিনায়ক নাজমুল হোসেনের আউট দিয়ে। এরপর ভালো শুরু করেও দলকে ১৩২ রানে রেখে ফিরে যান মিরাজ।


দ্বিতীয় ওয়ানডের আগে কাল সংবাদ সম্মেলনে মিরাজও স্বীকার করেছেন, ম্যাচটা তাঁদের শেষ করে আসাই উচিত ছিল, ‘দুজন যেভাবে থিতু হয়ে গিয়েছিলাম, একজনের শেষ করা উচিত ছিল। আমি শান্তকে (নাজমুল) বারবার বলছিলাম, আমাদের দুজনেরই যেহেতু সমস্যা হচ্ছে খেলতে, তাই পরের ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন হবে।’
তবে সিরিজে ফেরার ম্যাচ নিয়ে মিরাজ আশার কথাও শুনিয়েছেন, ‘আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। আমরা যেহেতু একটু ব্যাকফুটে আছি, পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ শুধু এই সিরিজের জন্য নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যই শারজার দ্বিতীয় ওয়ানডেতে আরাধ্য হয়ে উঠেছে জয়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে আসার পর গত দুই মাস ধরে নানা পরিবর্তন আর বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। সম্প্রতি মাঠ থেকেও সুবাতাস হারিয়ে গিয়ে ভর করেছে অস্বস্তির গুমোট হাওয়া। বাংলাদেশের ক্রিকেটে প্রাণ ফেরাতেই তাই আজকের ম্যাচটা জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হবে নাজমুল হোসেনের দলকে।

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

হিন্দু মহাসভার হুমকি নিয়ে যা বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ - স্বপ্ন বার্তা

হিন্দু মহাসভার হুমকি নিয়ে যা বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ - স্বপ্ন বার্তা

হিন্দু মহাসভার হুমকি নিয়ে যা বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ

অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ভারতীয় ধর্মীয় সংগঠন কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট এবং গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচ ব্যাহত করার হুমকি দিয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে বাংলাদেশ দলের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ। 

আজ বিসিবিতে ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ফারুক আহমেদ। তিনি বলেন, 'আমি জয় শাহের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের সব ধরনের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।'

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৫

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৫


গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলের বোমা হামলায় নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছে।


শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজা উপত্যকার নুসেইরাত ক্যাম্পে ইসরাইলের দুই দফা বোমা হামলায় শিশু ও নারীসহ ১৫ জন নিহত হয়েছে। এর মধ্যে নুসেইরাতের সুলতানপাড়ায় নিহত চারজনের মধ্যে একটি শিশুকন্যাও রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একই ক্যাম্পের আরেকটি বাড়িতে ইসরাইলি বোমা হামলায় চারজন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছে।

গাজার হামাসনিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৩৪ হাজার ৩৫৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭৭ হাজার ৩৬৮ জন।

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল। ইসরাইলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানানো হচ্ছে তাদের বিক্ষোভে।